• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কিছু না জানিয়েই প্যাডে এডিটিং করে ইবি ছাত্রলীগের নতুন সহ-সভাপতি পদে রেহানা

ইমানুল সোহান, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৫৬, ২৮ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:৫৬, ২৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
কিছু না জানিয়েই প্যাডে এডিটিং করে ইবি ছাত্রলীগের নতুন সহ-সভাপতি পদে রেহানা

চার মাস পরে এসে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে নতুন পদ পেয়েছে এক ছাত্রী। রবিবার (২৭ নভেম্বর) দিনগত রাত ১ টা ৪৪ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্যাড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে চার মাস আগের প্যাডে সহ-সভাপতি পদ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের  বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেহেনা আক্তার ঝুমা। এ নিয়ে সংগঠনটির কর্মীদের মাঝে মিশ্রু প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ছাত্রলীগ কর্মী রাকিব হাসান তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ইবি শাখা ছাত্রলীগ এর আংশিক কমিটি হয়েছে গত ৩১ জুলাইতে। ৪ মাস পর সেই কমিটি এডিটিং করে রেহানা আক্তারকে সহ- সভাপতি প্রচার করা হচ্ছে অথচ কেন্দ্রীয় সভাপতি- সাধারণ সম্পাদকের কোনো জরুরি প্রেস বিজ্ঞপ্তি ছাড়া। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই এডিটিং সহ সভাপতির বৈধতা দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সমাজসেবা সম্পাদক শেখ শামসুদ্দিন। যদি এভাবেই পদ হয় তাহলে ইবি ছাত্রলীগ এর যারা পদ পদবী বিহীন নেতা কর্মী আছে তারা ইডিটিং এর মাধ্যমে যে কোন একটি পদ নিয়ে নিয়ে রাজনীতি করুক। 

আর ইবি ছাত্রলীগ এর সভাপতি - সাধারণ সম্পাদক কতটা মেরুদণ্ডহীন, তাদের কমিটিতে সেন্ট্রাল প্রেস রিলিজ ছাড়া একজন সহ সভাপতি হয়ে গেছে তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ভাবেই অদ্ভুত উঠের পিঠে চলছে বাংলাদেশ ছাত্রলীগ।

পদ পাওয়ার বিষয়টি রাতেই নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন রেহেনা আক্তার ঝুমা। তিনি লিখেছেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত করায় সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 

বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদ। তিনি বলেন,  কমিটি হওয়ার আগে ইবিতে একজন মেয়ে সিভি জমা দিয়েছিলো। কমিটি হওয়ার সময় এই নামটি ভুলবশত বাদ পড়েছিল তাই নতুন করে যুক্ত করে দেওয়া হয়েছে।

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যাইনি। 

বিভি/রিসি

মন্তব্য করুন: