আমার জীবনও সুশান্ত সিং রাজপুতের মতে হতে পারতো: আমিন খান

ফাইল ছবি
ঢাকাই সিনেমার এক সময়ের পর্দা কাঁপানো নায়ক আমিন খান। চলচ্চিত্র জগতের নোংরা পলিটিক্সের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এ তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়ক জানান, সিনেমা জগতের নোংরা পলিটিক্স তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে।
আমিন খান বলেন, বলিউডে যেমন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে সবাই এখন হা-হুতাশ করছে, আমার জীবনটাও ঠিক তেমন হতে পারত। আমিও চলচ্চিত্র জগতে নানা সময় নোংরা পলিটিক্সের শিকার হয়েছি। পরিবার পাশে ছিল, মনোবল শক্ত ছিল, তাই হয়ত আত্মহত্যা করিনি। আমার মতো করে লড়ে গেছি। চলচ্চিত্রে জায়গা করে নিয়েছি।
এক সময় ব্যস্ততা কাটাতো শুটিংসেটে ,আর বর্তমানে আমিন খান ব্যস্ত চাকরিজীবনে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন তিনি। স্ত্রী স্নিগ্ধা খান, দুই ছেলে রাইয়ান খান আর মাঈন খানকে নিয়ে বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন। তাদের ঘিরেই অভিনেতার সকল ব্যস্ততা।
আমিন খান আরও বলেন, চলচ্চিত্রের জীবনটা খুব মিস করি। ওটাই আমাকে নতুন করে জন্ম দিয়েছে। নায়ক আমিন খান হয়ে বাঁচতে ইচ্ছে করে খুব।
এরপর ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৬৫টির মতো ছবিতে অভিনয় করেছেন এই নায়ক। যার অধিকাংশই ছিল ব্যবসা সফল ছবি। ২০১০ সালের পর আর সেভাবে পর্দায় দেখা যায়নি এই নায়কে।
নব্বই দশকে নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু আমিন খানের।
বিভি/এসকে/টিটি
মন্তব্য করুন: