• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চটেছেন বর্ষা, ফেসবুকে দিয়েছেন মামলার হুমকি!

প্রকাশিত: ১৫:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চটেছেন বর্ষা, ফেসবুকে দিয়েছেন মামলার হুমকি!

ফাইল ছবি

ঢালিউডের আলোচিত নায়িকা বর্ষা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে সাড়া ফেলেছেন ঢাকাই সিনেমায়। পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা হলেও বর্ষা নামেই বেশ পরিচিত তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে। বিদেশ ভ্রমণের ছবি থেকে শুরু করে, স্বামী-সন্তানের ছবিও শেয়ার করেন বর্ষা।

নায়িকা বর্ষা এবার বেশ চটেছেন। শুধু তা-ই নয়, দিয়েছেন মামলার হুমকিও। নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন বর্ষা।

৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩৬ মিনিটে দেয়া পোস্টে ঢালিউডের এ সুন্দরী লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।’

বর্ষা আরও লেখেন, ‘এটা নিয়ে অলরেডি আমার ল-ইয়ার কাজ করছে। এরইমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ, সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

বর্ষা অভিনীত প্রথম সিনেমা ‘খোঁজ: দ্য সার্চ’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর ৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে বর্ষা অভিনীত সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’।

বিভি/টিটি

মন্তব্য করুন: