• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বর খুঁজছেন সায়ন্তিকা

প্রকাশিত: ১৪:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বর খুঁজছেন সায়ন্তিকা

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় টলিউড অভিনেত্রী। তবে বর্তমানে টলিউডের পর্দায় খুব একটা পাওয়া যায় না নায়িকাকে। রাজনীতির ময়দানে পা রেখেই কী সরে যাওয়ার সিদ্ধান্ত কি না, তা এখনো স্পষ্ট নয়। টলিউডের এমন অনেক মুখ রয়েছে, যারা প্রথম সারিতে কাজ করে চলেছেন, আবার সমান তালে রাজনীতিও করছেন। রাজনীতির কথা টানলে আগেই নাম আসে যাদের, রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী এমন অভিনেতাদের অভাব নেই। তবে কেন পর্দায় নেই সায়ন্তিকা? এই প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়। 

সম্প্রতি বাংলাদেশের দুইটি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা। ভালো চরিত্রের সুযোগ পেলে এই নায়িকা সিনেমার কাজে ফিরবেন তার প্রমাণও মিলেছে এরইমধ্যে। সিনেমার সেই সূত্রেই বাংলাদেশে যাওয়া-আসা চলছে মাঝেমধ্যেই।

এ তো গেলো ক্যারিয়ার প্রসঙ্গ, আর ব্যক্তিগত জীবনে কবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিনেত্রী? বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে সায়ন্তিকা জানিয়েছেন, ভালো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। কিন্তু বিয়ের আগে তো ভালো পাত্র প্রয়োজন। 

হাসির ছলে সায়ন্তিকা আরও বলেন, তিনি তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যে ইচ্ছুক সে যোগাযোগ করতে পারেন। বর্তমানে বাংলাদেশের এই দুই সিনেমার চরিত্র নিয়ে ব্যস্ত ভারতীয় এই নায়িকা।

সিনেমা থেকে ওটিটি প্রচারের ক্ষেত্রেও দুই বাংলাকেই বেছে নিচ্ছেন তারকারা। বেশ কয়েক বছর হলো দুই বাংলার কাজের আদান-প্রদান বেড়ে গিয়েছে বহু মাত্রায়। কয়েক মাস আগে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো। তিনি জানিয়েছিলেন, দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো আমাদের ভাষা। হয়ত বলার ধরনটা একটু আলাদা, তবে ভাষা যেহেতু একই... তাই দুই বাংলার প্রত্যেকটি আমাদের সিনেমার দর্শক। তাইতো দুই বাংলার দর্শকদের কাছে যদি সিনেমাকে পৌঁছে দেওয়া যায় তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে একই সাথে শিল্পীর কাজও অনেকটা পরিধি পাবে।

বিভি/এসকে/টিটি

মন্তব্য করুন: