শাহরুখের ‘জাওয়ানের সাথে মিল আছে অনন্ত বর্ষার ছবি

শাহরুখের ‘জাওয়ান’ সিনেমা দেখে ঢাকাই সিনেমার নায়িকা বর্ষার মনে হয়েছে, এই সিনেমার বেশ কিছু অ্যাকশন দৃশ্য বর্ষা অভিনীত ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার সঙ্গে মিল আছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা উপভোগ করেছেন ঢাকাই সিনেমার অনেক তারকা। তাইতো প্রেক্ষাগৃহে হাজির হয়ে এবার জাওয়ান দেখলেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি।
বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা ইতোমধ্যে সাড়া ফেলেছে পুরো বিশ্বজুড়ে। কিন্তু জাওয়ান সিনেমা দেখার পর ঢাকাই সিনেমার নায়িকা বর্ষার মনে হয়েছে, এই সিনেমার বেশ কিছু জায়গায় অনন্ত জলিল ও বর্ষা অভিনিত নতুন সিনেমা ‘নেত্রী: দ্য লিডারের’ সাথে মিলে যায়।
বর্ষা বলেন, আমরা ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করেছি দুই বছর আগে হায়দ্রাবাদে। আশ্চর্যজনকভাবে সেই সিনেমার অধিকাংশ দৃশ্যই শাহরুখের ‘জাওয়ান’-এর সঙ্গে মিলে যাচ্ছে।
যদিও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি এখনও মুক্তি পায়নি, তবে বর্ষার কথায়- ‘যখন ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে তখন অধিকাংশ সিনেমা রিভিউ প্রদানকারীরা হয়তো বলবে, আমরা ‘জাওয়ান’থেকে নকল করেছি।
এই নায়িকার মতে, ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করেছেন এক ভারতীয় পরিচালক। আমরা আশাবাদী, ‘নেত্রী: দ্য লিডার’ আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে। যেহেতু সামনে নির্বাচন, তাই এর বেশি আপাতত কিছুই বলতে পারছি না। যদিও ‘জাওয়ান’-এর মতো সিনেমা তৈরি করা আমাদের জন্য অসম্ভব। তবুও সিনেমা তৈরির সময় আমরা সেরাটা দেওয়ারই চেষ্টা করি।
অনন্ত জলিল ও বর্ষা বাদেও ‘নেত্রী, দ্য লিডার’-ছিবিতে অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে এই সিনেমায়।
বিভি/এসকে/রিসি
মন্তব্য করুন: