• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাঁচ দিনে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘জাওয়ান’

প্রকাশিত: ১৭:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পাঁচ দিনে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘জাওয়ান’

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বক্স অফিস কালেকশন জাওয়ান দিয়ে। দুই- এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন, যা ভারতীয় আর কোনো তারকার নেই। ঢালিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ মুক্তির চতুর্থ দিনে দুটি রেকর্ড গড়েছে এই সিনেমা দিয়ে। 

দর্শকের ঢল নেমেছে সিনেমা হলগুলোতে। প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে রীতিমতো উৎসব বেড়েই চলছে। যার ফলে আয় হচ্ছে বিস্ময়কর। জাওয়ানকে ‘সুনামি, হারিকেন, টাইফুন’ ইত্যাদি নামে আখ্যা দিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ। তার দেওয়া তথ্য অনুসারে, প্রথম তিন দিনে শুধু হিন্দি ভার্সনেই ‘জাওয়ান’র কালেকশন যথাক্রমে ৬৫ কোটি ৫০ লাখ, ৪৬ কোটি ২৩ লাখ এবং ৬৮ কোটি ৭২ লাখ রুপি। যেটা যেকোনও হিন্দি সিনেমার ক্ষেত্রেই এই সর্বোচ্চ।

বক্স অফিসের আরেক বিশ্লেষক রমেশ বালার তথ্য অনুসারে, চার দিনেই জওয়ান থেকে বিশ্বব্যাপী কালেকশন হয়েছে ৫০০ কোটি রুপির বেশি। তার মতে, আন্তর্জাতিক বাজারে বিশ্বের সব সিনেমার মধ্যে ‘জাওয়ান’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর উত্তর আমেরিকার বাইরে এই ছবির অবস্থান এক নম্বর।

জানা গেছে, চতুর্থ দিন (১০ সেপ্টেম্বর) ভারতজুড়ে তিনটি ভাষায় ‘জাওয়ান’ কালেকশন করেছে ৮১ কোটি রুপি। পাঁচ দিনের মাথায় শুধু ভারতেই এর টিকিট বিক্রির পরিমাণ ২৮৭ কোটি ৬ লাখ রুপি।

‘জাওয়ান’ সিনেমা নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। ৩০০ কোটি রুপির এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে আছেন নয়নতারা, অতিথি চরিত্রে চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত, আরও রয়েছেন, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। 


 

বিভি/এসকে/রিসি

মন্তব্য করুন: