দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঘোষণা হলো `পুষ্পা ২`র মুক্তির তারিখ

`পুষ্পা ২`
বহু প্রতীক্ষার অবশেষে অবসান। ঘোষণা হয়ে গেল অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২'-এর মুক্তির তারিখ। তবে আরও কিছুদিন ধৈর্য্য ধরতে হবে পুষ্পা অনুরাগীদের। আগামী বছর প্রেক্ষাগৃহে আসছেন অল্লু তার 'পুষ্পারাজ' অবতারে।
সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘পুষ্পা টু’ সিনেমার একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আল্লু অর্জুন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ১৫ আগস্ট, ২০২৪ সাল। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘পুষ্পা টু : দ্য রুল’।
২০২১ সালে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি। মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল বক্স-অফিসে। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা।
বিভি/জোহা
মন্তব্য করুন: