• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রতারণা মামলা, নুসরাতকে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

প্রকাশিত: ১৮:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
প্রতারণা মামলা, নুসরাতকে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

ফাইল ছবি

টলি সুন্দরী নুসরাত জাহান। চলচ্চিত্র অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য। নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা মামলার অভিযোগ এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। ইডির কাছে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন তিনি। সে কারণেই ডেকে পাঠানো হয়েছিল সাংসদ অভিনেত্রীকে।

ভারতীয় এক সংবাদমাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ৬ ঘণ্টা ধরে তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ফ্ল্যাট কেনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরাতকে, এমনকী পরিচালক হিসেবে কী কী দায়িত্ব ছিল তার, তাও জানতে চাওয়া হয়।
 
ইডির দফতর থেকে বেরিয়ে নুসরাত জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাকে ডেকে পাঠানো হলেও সময়ের আগেই ইডি দফতরে হাজির হন তিনি। সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সব প্রশ্নের উত্তর দিয়ে তিনি সহযোগিতা করেছেন ঠিকঠাক।

তবে নুসরাতের বিশ্বাস ছিল ইডি তাকে ডেকে পাঠাবেন না। কারণ তিনি নির্দোষ। কিন্তু নুসরাতের সেই ধারণা বাস্তবে মেলেনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: