রক্ত চেয়ে পোস্ট দিয়েও রক্ষা হয়নি, ডেঙ্গুতে নায়কের বোনের মৃত্যু

সাহেব চট্টোপাধ্যায়
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সময়টা বেশ খারাপ যাচ্ছে। এরই মধ্যে ফেসবুকে জানিয়েছেন শোক সংবাদ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে এক পোস্ট করে সাহেব জানান তার বোন মারা গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ওই বোনের জন্য রক্ত চেয়ে পোস্টও দিয়েছিলেন সাহেব। যা নজর কেড়েছিল সকলের।
মঙ্গলবার রাত ১টায় সময় মৃত্যু হয় তার বোনের। কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন নায়ক। সে সময়ই ঘটে অঘটন। রক্ত জোগাড় করতে পোস্ট করেছিলেন। পরের দিন জানান খারাপ কথা। রাতে একটি পোস্ট করে সাহেব লিখেছিলেন, নমস্কার আমি শাহেব চট্টোপাধ্যায়। দ্রুত সাহায্য চাই। আমার ছোট বোন হসপিটালে। খুব ক্রিটিকাল। আমার ব্লাড ডোনারের প্রয়োজন। এ পজেটিভ প্লেটলেট ডোনার। সুগার থাকবে হবে না। থাইরয়েড থাকলেও হবে না। ৪০ বছরের মধ্যে দাতা চান তিনি।
এই পোস্টে নিজের ফোন নম্বর দিয়েছিলেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া পোস্টে জানান, দুদিনের মধ্যে সব শেষ হয়ে গেল। তিনি বুঝতে পারছেন না কীভাবে এমন কান্ড হল। তার মাসির মেয়ের প্রয়াণের কথা জানান। জানান, তারা এক সঙ্গে বড় হয়েছেন। তার একটা দু মাসের মেয়ে আছে। মেয়েকে দেখানোর জন্যই দিল্লি থেকে কলকাতায় এসেছিল। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হন। মাত্র ৪০ বছর বয়সে তার বোন প্রয়াত হন।
তার বোনের রক্তের জন্য ডোনার চেয়ে পোস্ট করেছিলেন অভিনেতা। তা দ্রুত ভাইরাল হয়। তা নজর কাড়ে সকলের। তবে নিজের বোনের প্রয়াণের কথা পোস্ট করেন অভিনেতা। তিনি লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। কিন্তু, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি বুধবার ভোরে আমার বোনকে আমরা হারিয়েছি।’ সূত্র: এশিয়ানেট নিউজ
বিভি/এ.জেড
মন্তব্য করুন: