• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তুরস্কে যাচ্ছেন ‘মিস অওরা বাংলাদেশ’

প্রকাশিত: ১৮:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
তুরস্কে যাচ্ছেন ‘মিস অওরা বাংলাদেশ’

‘মিস অওরা বাংলাদেশ’

নারীর বাহ্যিক সৌন্দর্য আর মেধা যাচাইয়ের জন্য বিশ্বের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতা। মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স ছাড়াও আরও বিভিন্ন নামে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাগুলো। এরই ধারাবাহিকতায় এ বছর তুরস্কে হতে যাচ্ছে ‘মিস অওরা’। যেখানে বাংলাদেশ থেকেও অংশ নেবেন একজন প্রতিযোগী। 

গত আগস্টে অনুষ্ঠিত হয় ‘মিস অওরা বাংলাদেশ’। যেখানে চ্যাম্পিয়ান হয়েছেন ইসরাত শারমিন খান। ১৬ সেপ্টেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে তিনি করবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। 

এবারের আসর ও নিজের প্রস্তুতি সম্পর্কে ইসরাত শারমিন খান বলেন, ‘  আমার জার্নিটা শুরু হয়ে গত মার্চের শেষ দিক থেকে।  আমি মিস অওরাতে এসে অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে প্রশ্ন উত্তর পর্ব ও ক্যাটওয়াক। এখানের প্রত্যেক প্রশিক্ষণের কাছে আমিও কৃতজ্ঞ। আশাকরি আমি বাংলাদেশের জন্য সম্মানজনক অর্জন নিয়েই দেশে ফিরব।’

এ প্রসঙ্গে মিস অওরার বাংলাদেশের দায়িত্বে থাকা ফাহমিদা সুলতানা দিমা বলেন, ‘নিজেকে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করতে ইসরাত বিজয়ী হবার পরদিন থেকেই আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।  তার প্রস্তুতির একটি বড় অংশ ছিল পেজেন্ট ওয়াক শেখা। 
তাকে ট্রেন করেছেন নেস্তর ডেলা ক্রুজ, যিনি দ্যা কুইনস ক্যাম্প নামক জার্মান পেজেন্ট সংস্থার  মালিক। আমি ইসরাত কে নিয়ে খুবই আশাবাদী, সে ইন্টারন্যাশনাল মঞ্চে বাংলাদেশকে খুবই ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে এবং বাংলাদেশের হয়ে খুব ভালো একটা এচিভমেন্ট নিয়ে বাড়ি ফিরবে।’ 

বিশ্বের কয়েকটি জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতার মধ্যে রয়েছে— মিস ওয়ার্ল্ড, মিস মুসলিম ওয়ার্ল্ড, মিস বিগ এরাবিয়ান বিউটি, মিস ল্যান্ডমাইন, মিস অ্যাটম, মিস হোমলেস, মিস জাম্বো কুইন, মিস অওরা ইত্যাদি।

বিভি/জোহা

মন্তব্য করুন: