• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও সমসাময়িক বিষয়ে কথা বললেন ওমর সানী

প্রকাশিত: ০৯:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আবারও সমসাময়িক বিষয়ে কথা বললেন ওমর সানী

ছবি: ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নন। সমসাময়িক বিষয়ে প্রায়শই মন্তব্য করেন। সম্প্রতি বাজার পরিস্থিতি তার  একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এর একদিক পরই আরেকটি গণমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন ওমর সানী।

তিনি বলেন, এটাকে বিশেষ করে দেখার কিছু নেই। আমি বরাবরই সমসাময়িক বিষয়ে কথা বলি। আমার ভালো লাগলে তাও বলি, মন্দ লাগলে তাও বলি। আর বাজার পরিস্থিতি কারোরই অজানা নয়। সবাই জানেন। এমন তো নয় যে অন্য সময় কম থাকে, আমাকে দেখে দাম বাড়িয়ে দিয়েছে। আসল বিষয় হচ্ছে অন্যরা কথা বলতে পারে না। আমি পারি, তাই বলেছি।

তিনি বলেন, আমি খুব সাধারণ জীবনযাপন করি। তাই আমার বাজারে যাওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাছাড়া আমার রেস্টুরেন্ট আছে। সেটার জন্যও আমাকে বাজারের খোঁজখবর রাখতে হয়। কেন যে এটা নিয়ে আমাকে এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেটাই বুঝতে পারছি না।

সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে উসকনিমূলক বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য সহ্য করতে হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেকবার, অনেক কিছু শুনতে হয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিষয়ের সঙ্গে আমার মন্তব্যকে মেলানো হয়েছে অনেকবার। আমার সোজা কথা, আমি কোনো দল করি না। সরকার বা রাজনীতি নিয়ে আমার কোনো রকম মাথাব্যথা নেই। সরকার আর রাষ্ট্র ভিন্ন জিনিস। আমি একটি রাষ্ট্রের প্রজা। আমি আমার পরিবার নিয়ে একটু ভালো থাকতে চাই। খাব তো ওই ডাল ভাতই। সেটাই একটু ভালোভাবে খেতে চাই, এই আর কি।

বিভি/এমআর

মন্তব্য করুন: