• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শুক্রবার পরিণীতি চোপড়ার গায়ে হলুদ, রবিবার বিয়ে

প্রকাশিত: ২১:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
শুক্রবার পরিণীতি চোপড়ার গায়ে হলুদ, রবিবার বিয়ে

ছবি: ফাইল ফটো

ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে এবার ঘর বাঁধছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শনিবার তাদের গায়ে হলুদ অনুষ্ঠান। পরি-রাঘবের বিয়ে হচ্ছে রাজস্থানের উদয়পুরের লীলা প্রাসাদে। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হবে তাদের হলুদ অনুষ্ঠান। 

রবিবারের বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। তারকাদের মধ্যে কারা থাকছেন, এ বিষয়ে এখনও সেভাবে জানা যায়নি। দীর্ঘ দিন প্রেমের পর গত ১৩ মে আংটি বদল করেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই আয়োজনে অবশ্য প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন।

এদিকে গুঞ্জন ছড়িয়েছে যে, পরিণীতির বিয়েতে হাজির হতে পারছেন না তার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পরিণীতিকে সোশ্যাল হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তাকে দেখা গেছে ‘ইশাকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘গোলমাল এগেইন’, ‘উঁচাই’ ইত্যাদি ছবিতে।

অন্যদিকে ৩৩ বছর বয়সী রাঘব চাড্ডা আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় রয়েছেন। সূত্র: দ্য টাইম্স অব ইন্ডিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন: