প্রধানমন্ত্রীকে নিয়ে চলচ্চিত্রকার রাজুর কাব্যগ্রন্থ প্রকাশ

‘হাসিনা কাব্য’র প্রকাশনা উৎসব
‘হাসিনা কাব্য’ নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কাব্যগ্রন্থ লেখেছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিআইপি প্রোজেকশান হলে এই কাব্যগ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্রকার কাজী হায়াৎ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন ও জাসদ (ইনু)’র যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) ঈশান আলী রাজা বাঙালী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চলচ্চিত্র অভিনেতা সায়মন সাদিক।
‘হাসিনা কাব্য’ প্রসঙ্গে এর লেখক চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু বলেন, ‘এই কাব্যগ্রন্থে রয়েছে মাত্র ১০টি কবিতা। যার সবগুলো অনু-কবিতাই বলা যায়। আমার দৃঢ় বিশ্বাস এই কবিতা একটি সময় আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীকে নিয়ে মানুষের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে।’
‘হাসিনা কাব্য’র কবিতাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ মুহূর্তকে নিয়ে লেখা হয়েছে।
বিভি/জোহা
মন্তব্য করুন: