ফের বাবা হচ্ছেন জিৎ

জিৎ, তারস্ত্রী ও মেয়ে
ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার জিৎ আবারও বাবা হতে চলেছেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেন নায়ক নিজেই।
স্ত্রী মোহনার সঙ্গে প্রেগন্যান্সি ফটোশ্যুট করেন জিৎ, সঙ্গে ছিলেন তাদের কন্যাও। তিন জনেই পরেছিলেন আকাশি একই রঙের পোশাক। সেই ছবি পোস্ট করে জিৎ লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শীঘ্রই আমাদের আগামী সন্তান আসছে। আমাদের জন্য প্রার্থণা করবেন।’
শুধু আকাশি নয়, ব্লু ডেনিম ও সাদা শার্টেও একটি প্রেগন্যান্সি শ্যুট করেন তারা। জিৎ আরও লেখেন, ‘কথায় বলে, যখন তোমার একটি সন্তান, তখন তুমি অভিভাবক আর যখন তোমার একাধিক সন্তান, তখন তুমি রেফারি। আগামীর খেলার জন্য অপেক্ষায় আছি। এই ছবিগুলো না পোস্ট করে পারলাম না। আপনারা ভালোবাসা দেবেন’।
জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, অঙ্কুশ হাজরা, বিক্রম চট্টোপাধ্যায়ের মত তারকারা।
প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন এই নায়ক।
বিভি/জোহা
মন্তব্য করুন: