• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে ঠোঁট স্পর্শ করায় নায়িকার কাণ্ড

প্রকাশিত: ১৭:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে ঠোঁট স্পর্শ করায় নায়িকার কাণ্ড

রাভিনা ট্যান্ডন

দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন বলিউডের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। বয়স ৪৮ পেরোলেও কমেনি তার লাস্যময়ী ভাব। এখনো কুড়ি-বিশের তরুণীদের সাথে সমানে পাল্লা দিতে পারবেন তিনি। এই নায়িকা সম্প্রতি জানিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর ঘরে ফিরে বমি করতে হয়েছিল তাকে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা বেশ কিছু বছর বিরতির পর সম্প্রতি ওটিটি-তে ফিরেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের শর্ত নিয়ে কথা বলেছেন নায়িকা। লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও রাবিনা কখনও নায়ককে পর্দায় চুম্বন করেননি। কারণ কী? অভিনেত্রী এই প্রসঙ্গে তার মতামত জানিয়েছেন।

নায়িকাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, চুম্বন-দৃশ্যে তিনি কখনওই স্বচ্ছন্দ ছিলেন না। রাবিনা নিজেই বলেন, ‘মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল। যদিও কোন নায়কের ঠোঁট সেদিন ছুঁয়েছিল রাবিনার ঠোঁট তা বলেননি নায়িকা।

বিভি/এজেড

মন্তব্য করুন: