• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ধুম’ পরিচালকের মৃত্য, বলিউডে শোকের ছায়া

প্রকাশিত: ১৩:১৩, ২০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
‘ধুম’ পরিচালকের মৃত্য, বলিউডে শোকের ছায়া

বলিউডের জনপ্রিয় সিনেমা ধুম ও ধুম-২ এর পরিচালক সঞ্জয় গাদভি মারা গেছেন। রবিবার (১৯ নভেম্বর) প্রয়াত হন তিনি। সূত্র থেকে জানা গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল তার। সকাল ৮:৪৫-এ তিনি মারা যান। 

দুটি ছবির মুখ্য চরিত্রে ছিলেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন এবং অভিষেক বচ্চন। এবং দুটিই ছবিটি বক্স অফিসে সফলতা পায়। পরিচালকের বয়স ছিল ৫৬ এবং তিন দিন পরে ২২ নভেম্বর ৫৭ বছরে পা রাখতেন তিনি। 

পরিচালকের বন্ধুরা জানান, কিছুদিন আগেই তিনি মাল্টিপ্লেক্সে যান সিনেমা দেখতে।  সঞ্জয় 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' এবং ইমরান খান অভিনীত 'কিডন্যাপ'-এর পরিচালকও।  ২০১২ সালে, তিনি 'আজব গজব লাভ' এবং ২০২০ সালে 'অপারেশন পারিন্দে' পরিচালনা করেন।

সঞ্জয় ২০০০ সালে 'তেরে লিয়ে' দিয়ে তার পরিচালনার যাত্রা শুরু করেন। আগে এই ছবির নাম ছিল  'তু হি বাতা', ছবির প্রধাণ চরিত্রে ছিলেন অর্জুন রামপাল এবং রাভিনা ট্যান্ডন। তবে কম বাজেটের কারণে ছবিটির কাজ আটকে যায়। এরপর ২০০৪ সালে অ্যাকশন থ্রিলার ছবি 'ধুম' পরিচালনা করার সময় তিনি প্রথম ফ্যানেদের নজর কেড়েছিলেন।

যশ রাজ ফিল্মস এক্স হ্যান্ডেল সঞ্জয়ের ছবি শেয়ার করে লেখেন,'স্ক্রিনে তিনি যে জাদু তৈরি করেছিলেন তা চিরকাল লালিত থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

আমিশা প্যাটেল সঞ্জয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, "আমার ভাল বন্ধু সঞ্জয়,খুব তাড়াতাড়ি চলে গেলে! নিজের অনেক অপূর্ণ স্বপ্ন রেখে গেলে। আমার অফিসের ছাদে আমাদের অফুরন্ত কথাগুলিকে মিস করব। একটি ফোন কলেই আমার পাশে এসে দাঁড়িয়েছে। তোমার সঙ্গে মাত্র ২টি ছবিতে কাজ করার  সত্ত্বেও আমরা এত ভাল বন্ধু হতে পেরেছি। তুমি আরও অনেক ভাল ডির্জাভ করো, আরআইপি আমার বন্ধু।'

অজয় দেবগন ফিল্মসের প্রাক্তন সিইও, মীনা আইয়ার পরিচালকের  মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি এক্স-এ লেখেন, 'শকিং: সঞ্জয় গাধভির মৃত্যু। আমি গত সপ্তাহে পিভিআর-এ 'কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন' দেখতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়।' সূত্র: জিনিউজ

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2