• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভূমিকম্পে আতঙ্কিত শোবিজ তারকারা

প্রকাশিত: ১৭:০৬, ২ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভূমিকম্পে আতঙ্কিত শোবিজ তারকারা

ভূমিকম্পে আতঙ্কিত শোবিজ তারকারা

শনিবার (২ ডিসেম্বর)  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ শুরু হয়। এসময় নেটিজেনদের পাশাপাশি নিজেদের অনুভূতি শেয়ার করেছেন তারকারাও। 

সকাল ৯টা ৩৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়।এরপর ফেসবুকে তারকাদের প্রকাশিত অনুভূতি দেখে অনুমান করা যায় রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা।

নিজের ভেরিফায়েড ফেসবুকে জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লেখেন, প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ্ আমাদের রক্ষা করুন। আমিন....।

এদিকে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মতো থাকল না, তাই না?

চিত্রনায়ক জায়েদ খান লেখেন, কী ভয়ংকর ভূমিকম্প! আল্লাহ সবাইতে হেফাজত করুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লেখেন, এত বড় ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি!

ভূমিকম্প বিষয়ে আবহাওয়া অধিদফতর অফিস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জ বলে জানা গেছে। যা কিনা ঢাকা থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিভি/জোহা

মন্তব্য করুন: