শাকিবের মন্তব্যকে ভুতের মুখে রাম নাম বললেন বুবলি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা শবনম বুবলির মধ্যকার সম্পর্ক এখন দূর অতীতের গল্প ছাড়া কিছু নয়।শাকিব খান বারে বারে বলে এসেছেন বুবলির কোনো অস্তিত্ব নেই তার জীবনে। তারপরও বুবলির প্রসঙ্গে কোনো কথা হলে শাকিবের নাম এসে যায়।
এরই ফলশ্রুতিতে বুবলির সাথে তাপসের প্রেমঘটিত সম্পর্ক নিয়ে অডিও টেপ ভাইরাল প্রসঙ্গে শাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই বিষয়ে তিনি কথা বলতে না চাইলেও বলতে হয় এবং কিছু বলতে তিনি লজ্জিত ও অপমানিত বোধ করেন। শাকিব সরাসরি বলেন বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই। আর এতেই বেজায় চটেছেন বুবলি।
শবনম বুবলি শাকিবের গণমাধ্যমে বলা কথার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে শাকিবের কথাগুলোকে তিনি ভুতের মুখে রাম নাম বলে উল্লেখ করেন। বুবলি তার অনুভূতি প্রকাশ করেন এভাবে,
"ভূতের মুখে রাম রাম?
অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই “ভুয়া গুজব” সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন….
অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না..
মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়?..
এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে..
please carry on???.."
বুবলি মনে করেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও তার অনুসারিরা শুধু নিজেদের আলোচনায় রাখতেই বুবলিকে নিয়ে নানারকম মন্তব্য করতে উদ্যত হয়। বুবলিও বলেছেন তার জন্য কিছু মানুষের অর্থসংস্থান হচ্ছে ভেবে তিনি অত্যন্ত আনন্দিত।
বিভি/রিসি
মন্তব্য করুন: