• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘আর কতবার বলবো যে আমার ক্যান্সার হয়নি’

প্রকাশিত: ০০:৩৮, ৫ ডিসেম্বর ২০২৩

আপডেট: ০১:৩০, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
‘আর কতবার বলবো যে আমার ক্যান্সার হয়নি’

নচিকেতা চক্রবর্তী

৩০ বছর ধরে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন নচিকেতা চক্রবর্তী। এখনো তার অনুষ্ঠানে তিল ধারণের জায়গা থাকে না। গত কিছুদিন আগে সেরকমই একটি অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে। সেখানকারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নিজের জার্নি, নিজের স্ট্রাগলের কথা বলছেন গায়ক। শুধু তাই নয়, নিজের বিরক্তির কথাও বলেছেন গায়ক।

৩০ বছর ধরে টিকে থাকার লড়াই জারি রেখেছেন নচিকেতা। তবে এদিন তিনি বলেন যে স্ট্রাগলটা ৪০ বছরের। সবাই জানেন তার লড়াইয়ের কথা। প্রতিটা লড়াই জিতলেও সেই পথ যে খুব মসৃণ না, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে ফ্যানেদের ভালোবাসায় যেমন তিনি পরিপূর্ণ, সেরকমই কিছু কিছু ক্ষেত্রে এই ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়ায় গায়কের জন্য। 

সম্প্রতি মঞ্চে কিছু অনুরাগীর উপর ক্ষোভের কথা জানালেন নচিকেতা। তিনি বলেন, ‘মানুষ প্রতিবারই নানা ধরনের প্রেডিকশন করে। আর পারবে নচিকেতা বিষয়টা ধরেই নেয় সকলে। এক একবার এক একরকম। কেউ বলে আর শো করতে পারছেন না, কারও মতে আবার ক্যানসার হয়েছে। যাদের সঙ্গেই দেখা হয় গ্রিনরুমে, দেখছে বসে চা খাচ্ছি, একটাই প্রশ্ন, শরীর ভালো তো? বুঝে নিতে হবে ওর কাছে আর কোনও প্রশ্ন নেই।’

নচিকেতা ক্যান্সারে আক্রান্ত সেই খবর ছড়িয়ে পড়েছে, যা আদৌ সত্যি নয়। কে বা কারা সেই খবর ছড়িয়েছে জানা না গেলেও সেই খবর প্রায় সকলেরই কানে এসেছে। যথারীতি মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। নচিকেতা আক্ষেপ করে বলেন, ‘মানুষ আমাকে জিডিপির রেট, দেশের অর্থনীতি থেকে শুরু করে নতুন কিছু লিখেছেন কিনা কখনও জিজ্ঞেস করে না। কোন পার্টি ক্ষমতায় আসবে, জিজ্ঞেস করে না। খালি একটাই প্রশ্ন, শরীর কেমন? আর কতবার বলব আমার ক্যান্সার হয়নি। আপনারা বলে বলে করিয়ে দেবেন এবার।’ নচিকেতা বলেন, ‘জীবন যতক্ষণ রয়েছে ততক্ষণ লড়াই করে যেতে হবে, আশা রাখতে হবে মনে। কারণ, ততক্ষণ সম্ভাবনা থাকে।’

বিভি/জোহা

মন্তব্য করুন: