• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফেরদৌসকে সংবর্ধনা দেবে শিল্পী সমিতি

প্রকাশিত: ০১:২৬, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফেরদৌসকে সংবর্ধনা দেবে শিল্পী সমিতি

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন ঢালিউড চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তার মনোনয়ন প্রাপ্তিতে চলচ্চিত্রাঙ্গনের সকল সহশিল্পীর মনে আনন্দ বিরাজ করছে। সেই আনন্দের আমেজকে আরেকটু বিশেষায়িত করতে এবার বিজয় দিবসে ফেরদৌসকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা।

রাজনীতিতে বেশ কয়েক বছর ধরেই রয়েছেন নায়ক ফেরদৌস। পর্দার নায়ক থেকে মাঠের নায়ক হতে চলেছেন তিনি। মনোনয়ন পেয়ে সবার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায়, শিল্পী সমিতি বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ঘিরে তার সংবর্ধনায় এক বিশেষ আয়োজন করেছে ‘বিএফডিসি’। ফেরদৌসকে সংবর্ধনা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

সব শিল্পীরা এই নায়কের পাশে আছেন বলে জানা গেছে। তাদের প্রত্যাশা তিনি বিজয়ী হবেন। প্রচারণা শুরু হলে শিল্পীরা প্রচারেও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিভি/জোহা

মন্তব্য করুন: