মিলেছে ছাড়পত্র, অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’

বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত বলিউডের সিনেমা ‘অ্যানিমেল’। এবার বাংলাদেশে আলোড়ন তোলার পালা।
ইতোমধ্যে বাংলাদেশে সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দেশের ৪৮টি হলে প্রদর্শিত হবে সিনেমাটি। খবরটি জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
বাংলাদেশে চলবে মধ্যপ্রাচ্য ভার্সন।সেন্সর বোর্ড সেই ভার্সনটি দেখেই সিনেমাটিকে "আনকাট সেন্সর ছাড়পত্র" দিয়েছে।
বিভি/জোহা/এজেড
মন্তব্য করুন: