• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভুল চিকিৎসায় উনিশেই পৃথিবী ছাড়লেন আমিরের ‘দঙ্গল’ কন্যা

প্রকাশিত: ১৬:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ভুল চিকিৎসায় উনিশেই পৃথিবী ছাড়লেন আমিরের ‘দঙ্গল’ কন্যা

মাত্র ১৯ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর। বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত আমির খানের 'দঙ্গল' ছবিতে তার মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের।

এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনগরের। সংবাদমাধ্যমগুলোর দাবি, ভুল চিকিৎসায় মাত্র ১৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো সম্ভাবনাময় এ অভিনেত্রীকে।

       আরও পড়ুন:

প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রী সুহানি ভাটনাগরের। তার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল তাকে। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ।

জানা গেছে, চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন সুহানি।

বিভি/টিটি

মন্তব্য করুন: