• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেলিপ্যাব’র নতুন সভাপতি নির্বাচিত হলেন আরশাদ আদনান

প্রকাশিত: ১৮:৫৩, ৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
টেলিপ্যাব’র নতুন সভাপতি নির্বাচিত হলেন আরশাদ আদনান

দেশের এ সময়ের খ্যাতিমান প্রযোজক আরশাদ আদনান, যার প্রযোজিত সিনেমা ‘প্রিয়তমা’ সফলতার দিক দিয়ে দেশের চলচ্চিত্র ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সিনেমা নির্মাণের পূর্বে শতাধিক নাটক নির্মাণের অভিজ্ঞতা রয়েছে তার। এদেশের সিনেমার উন্নয়নে সদা সচেষ্ট খ্যাতিমান এ প্রযোজক এবার টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নতুন সভাপতি হলেন। 

এছাড়া টেলিপ্যাব এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নির্মাতা-প্রযোজক সাজ্জাদ হোসেন দোদুল। শনিবার (৮ জুন) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে আদনান-দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা ২০২৪-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

সভাপতি নির্বাচিত হবার পরে আরশাদ আদনান বলেন, ‘বর্তমান যুগ ডিজিটাল যুগ।ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নীতিমালা না মেনেই প্রচার করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ করবো এটাকে নীতিমালায় আনার বিষয়ে। সবাইকে নিয়ে একসঙ্গে বসে সবকিছু নীতিমালার ভেতরে আনবো। দ্বিতীয়ত, আপনারা অবগত আছেন যে, দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে একুশে টেলিভিশনের কাছে। তাদের চিঠি দেবো। আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করবো।’

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘গত মেয়াদে আমি নির্বাচন করেছিলাম তখনই কিছু ইশতেহার দিয়েছিলাম সেগুলো পূরণ করার সুযোগ পেয়েছি। এবার সেগুলো নিয়ে কাজ করব।’

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রোকেয়া প্রাচী ও মীর ফকরুদ্দিন ছোটন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহ-সভাপতি রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা মিলেমিশে সিলেকশন করে যে, কমিটি করতে পারি সেই সু-শৃঙ্খল আছে। এটাই তার প্রমাণ। আমরা ডায়নামিক সভাপতি ও সাধারণ সম্পাদক পেয়েছি। এবার সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে নেওয়া যাবে।’

এবারের মেয়াদে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিদ সরকার, দফতর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান। এছাড়া নির্বাচিত ৫ জন নির্বাহী সদস্য হলেন মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।

বিভি/জোহা/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2