যে কারণে অন্তত আম্বানীর বিয়েতে থাকবেন না অক্ষয় কুমার
প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করে বিয়ে করছেন অনন্ত আম্বানী। আর এ বিয়েতে হাজির থাকছেন দেশ-বিদেশের নামী-দামী তারকাসহ রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বৃহস্পতিবার রাতেই মুম্বাইয়ে পৌঁছেছেন অতিথিরা। যারা ভারতের বাইরে ছিলেন, তারা ফিরে এসেছেন অনন্ত আম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য।
নিউ ইর্য়কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। জার্মানি থেকে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। স্বামীকে নিয়ে আমেরিকা থেকে ছুটে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে এতো তারকার মধ্যেও অনুপস্থিত থাকবেন অক্ষয় কুমার।
বলিউডের অন্যতম ব্যস্ত তারকা অক্ষয় কুমার। অনন্ত নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন তাকে। কিন্তু হঠাৎই কোভিডে আক্রান্ত হয়েছেন অক্ষয়। ১২ জুলাই অক্ষয়ের ছবি ‘সরফিরা’র মুক্তি। জোর কদমে চলছিল ছবির প্রচার। হঠাৎই অসু্স্থ বোধ করেন অভিনেতা।
সূত্রের খবর, প্রচার চলাকালীন অসুস্থ বোধ করায় তাৎক্ষণিক রক্ত পরীক্ষা করান অক্ষয়। তাতেই ধরা পড়ে করোনা হয়েছে তার। সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান অভিনেতা। ছবির শেষ পর্বের প্রচারে হোক কিংবা অনন্তের বিয়ে, কোনওটাতেই থাকতে পারবেন না তিনি।
বিভি/জোহা
মন্তব্য করুন: