আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

ক্যারিয়ারের প্রথম অভিনীত সিনেমাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর।
মেহজাবীন অভিনীত সিনেমার নাম ‘সাবা’। দেশে মুক্তির আগেই সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। নির্বাচিত হয়েছে ডিসকভারি প্রোগ্রামে।
ডিসকভারি প্রোগ্রামে বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা স্থান পায়। এবারের আসরে প্রদর্শনের জন্য ‘সাবা’সহ মোট ২৪টি চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে ২০টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
অসংখ্য হিট নাটক আর ওয়েব ফিল্মে অভিনয় করার পর এবার সিনেমার রুপালি পর্দায় ধরা দিচ্ছেন মেহজাবীন। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমাটি দেখার জন্য।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমায় আরও রয়েছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো তারকা।
কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব হিসেবে মনে করা হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দিনব্যাপী এ উৎসবের পর্দা উঠছে। আর উৎসবেই প্রদর্শিত হতে যাচ্ছে ‘সাবা’।
বিভি/টিটি
মন্তব্য করুন: