• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা,যা বললেন স্বামী ওমর সানি

প্রকাশিত: ২০:১৫, ১১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা,যা বললেন স্বামী ওমর সানি

ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের অন্যতম শীর্ষ নায়িকা মৌসুমী মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নায়িকা মৌসুমীর স্থান ভক্তদের মনের মণিকোঠায় আজো অটুট। সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকার বিরুদ্ধে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজ-অনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।  গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

জানা গেছে, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১ লাখ ৬ হাজার ২১১ টাকার চেক ডিজ-অনারের অভিযোগে গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ফলে আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান-১-এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় পুনরায় সমন পাঠানো হয়। এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় গত ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ প্রসঙ্গে দেশের  এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি বলেন, এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার শতাধিক ঋণখেলাপিকে আমি চিনি। দু, চার, পাঁচ কোটি টাকা ঋণ নিয়ে তারা পরিশোধ করেনি। সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকার ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে! এটা মৌসুমীকে অসম্মান ও অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়।'

ওমর সানি আরো বলেন, 'ওর নামটা যেহেতু মৌসুমী, তা ভাইরাল করার চেষ্টা করল। সামান্য কিছু টাকার জন্য মৌসুমীকে যদি অসম্মান করা হয়, তাহলে অন্য কোটি কোটি ঋণখেলাপির নাম প্রকাশ করা হচ্ছে না কেন।'

তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে আইনগতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান এই চিত্রনায়ক।

এর আগে এ বিষয়ে চিত্রনায়ক ওমর সানী বলেছিলেন, 'আমরা একটি গাড়ির লোন নিয়েছিলাম। প্রতিমাসে ১ লাখ ৯ হাজার টাকা পরিশোধ করতে হতো। তবে সম্প্রতি এক প্রতারকের কারণে আমি ও আমার সন্তান ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছি। যে বিষয়টি নিয়ে আমাকে আদালতেও যেতে হয়েছে। এমন অবস্থায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে আমি আমাদের আর্থিক অবস্থা উল্লেখ করে একটি চিঠি দেই।তাতে জানাই,প্রতি মাসে যদি ৫০-৬০ হাজার টাকা করে পরিশোধ করা যায়, তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে। যেহেতু এখন একটা অর্থনৈতিক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি। তবে তারা সেই প্রস্তাবে রাজি হয়নি। উল্টো মামলার সিদ্ধান্ত নিয়েছে। তারা ভেবেছে, মৌসুমী দেশ ছেড়ে চলে গেছে। আমরাও হয়তো পালিয়ে যাব। কিন্তু মৌসুমী বা ওমর সানী এত অল্প কিছু টাকার জন্য দেশ ছেড়ে পালাবে না।'

প্রসঙ্গত, পারিবারিক কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন এই নায়িকা। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। আর এরমধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

বিভি/জোহা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2