• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বানভাসিদের দুয়ারে দুয়ারে খাবার নিয়ে আরশ খান

প্রকাশিত: ২২:৪৯, ২৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
বানভাসিদের দুয়ারে দুয়ারে খাবার নিয়ে আরশ খান

ভারত থেকে আসা পানি ও অতি বৃষ্টিতে দেশের ১১টি জেলা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে লাখ লাখ মানুষ। প্রাণহানি হয়েছে এখন পর্যন্ত ১৫ জনের। বন্যাদুর্গতদের উদ্ধারে ও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। সেই তালিকায় আছেন অভিনেতা আরশ খানও।

সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে শুকনো খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন আরশ খান। বন্যাকবলিত কয়েকটি এলাকায় বানভাসিদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন। আর তাকে সহযোগিতায় ছিলেন পার্শ্ববর্তী জেলার তার কয়েকজন বন্ধু।

আরশ খান ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় খাবার কাঁধে নিয়ে বন্যাকবলিত স্থানে অবস্থান করছেন এই অভিনেতা। 

এ ব্যাপারে তিনি বলেন, নিজ চোখে কখনো এমন দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে এই সময় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ জন্য আমরা কয়েকজন মিলে চলে এসেছি। এখানে আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি।

আরশ খান আরও বলেন, দুদিন ধরে নোয়াখালীতে আছি। আজ ঢাকায় চলে যাব। তবে এখানে একটি টিম থাকবে। ঢাকা থেকে আরও একটা টিম কাজ করতে আসছে। আমি ঢাকায় ফেরার পর আরও কিছু শুকনো খাবার পাঠাব। এই মুহূর্তে এখানে অনেক খাবার প্রয়োজন। একইসঙ্গে কিছু কাপড় প্রয়োজন, যা ঢাকা থেকে পাঠাতে পারব।

বিভি/জোহা/টিটি

বিভি/টিটি

মন্তব্য করুন: