• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

একই দিনে মা ও বোনের মৃত্যু মার্কিন সংগীতশিল্পীর

প্রকাশিত: ১৯:১৬, ২৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
একই দিনে মা ও বোনের মৃত্যু মার্কিন সংগীতশিল্পীর

একই দিনে মা ও বোনকে হারিয়ে শোকে কাতর জনপ্রিয় মার্কিন গায়িকা মারায়া ক্যারি। মা প্যাট্রিসিয়া ক্যারি ও বোন অ্যালিসন ক্যারির একদিনে মৃত্যু ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে গায়িকাকে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গ্র্যামিজয়ী এ গায়িকা এক বিবৃতিতে বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। গত সপ্তাহান্তে মায়ের মৃত্যু হয়েছে। দুঃখজনকভাবে একইদিন বোনেরও মৃত্যু হয়েছে।’

গায়িকা মারায়া মা ও বোনের মৃত্যুর কথা জানালেও ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা জানাননি। এমনকি এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যও পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরেই মায়ের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছিল।

এ মার্কিন তারকার মা আলফ্রেড রায় ক্যারির সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। তাদের সংসারে অ্যালিসন, মারায়া ও মরগান নামে ৩ সন্তানের জন্ম হয়। মারায়ার মাত্র তিন বছর বয়সে বিচ্ছেদ হয় তার মা-বাবার।

২০২০ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক স্মৃতিকথা ‘দ্য মিনিং অব মারায়া ক্যারি’তে মার্কিন তারকা লিখেছিলেন, জীবনের অনেক ঘটনার মতো মায়ের সঙ্গেও সম্পর্কটা টানাপোড়েনের মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে। শুধু সাদা বা কালো নয়, যা ছিল রংধনুর সব রঙের একটি মিশ্র আবেগ।

প্রসঙ্গত, বিশ্বসংগীতের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম মারায়া ক্যারি। ২০২৩ সালে রোলিং স্টোন সাময়িকীতে সর্বকালের সেরা শিল্পীর তালিকায় পঞ্চম স্থানে ছিলেন এ তারকা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2