• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

বিমানবন্দরে আটকেছিলেন মাহিও, যে বর্ণনা দিলেন নায়িকা

প্রকাশিত: ২০:১৯, ২৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
বিমানবন্দরে আটকেছিলেন মাহিও, যে বর্ণনা দিলেন নায়িকা

শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দরে বেশ কড়া নিরাপত্তা ও নজরদারি চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন দেশের বড় বড় ‘রুই-কাতলা’। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়। 

চিত্রনায়িকা মাহিয়া মাহি চলতি সপ্তাহে দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে পড়েন বিপাকে। তাকে দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ  খোঁজ চলেছে নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায়।

বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি নিজেই। তার ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করে এসব জানান তিনি। মাহি বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।’

মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে। এরপর আবারও ঢাকায় ফিরেছেন এ নায়িকা। 

প্রসঙ্গত, অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। হেরেছেন বেশ বড় ব্যবধানে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2