• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অবশেষে সামনে এলো ‘দুলু মিয়া’

প্রকাশিত: ১৯:১৬, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:১৪, ৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
অবশেষে সামনে এলো ‘দুলু মিয়া’

শাকিব খান

অনেক দিন অপেক্ষার মুক্তির দ্বারপ্রন্তে দাঁড়িয়ে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর বিশ্বব্যাপী ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন।  

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সামাজিক মাধ্যমে নতুন টিজার প্রকাশ করেন অনন্য মামুন। যদিও আগে কয়েকবার ট্রেলার প্রকাশের কথা থাকলেও ছাত্র-জনতার আন্দোলনের কারণে তা কয়েক দফা পিছিয়ে যায়। আর এদিন ট্রেলার প্রকাশ করে ‘দরদ’ মুক্তির ঘোষণা দেন এ পরিচালক। অনন্য মামুন জানান, সোমবার সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘দরদ’। বোর্ড সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। 

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ জানান, কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করে গেছে। ‘দরদ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেমের ছবি, দেখে ভালো লেগেছে। ভালো ছবি, এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

ছবি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে সবার প্রশংসা পেয়েছি। পরিচালক হিসেবে এটা আমার জন্য ভালো লাগার বিষয়। আমরা অনেক কষ্ট করে, সময় নিয়ে ছবিটি বানিয়েছি। যাদের জন্য ছবিটি বানানো হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছি।

এর আগে সোমবার নিজের ফেসবুকে 'দরদ' সিনেমার দুদু মিয়া চরিত্রের কিছু ছবি শেয়ার করেন। ছবিতে লেখা, দুদু মিয়ার খোঁজ পাওয়া গেছে, আগামীকাল সামনে আনা হবে। আর পোষ্টের ক্যাপশনে তিনি লেখেন,  'দরদ' ভরা ভালোবাসা নিয়ে সে আসছে . .। আর নতুন টিজার শেয়ার করে শাকিব খান লেখেন, 'অপেক্ষার অবসান! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।'

যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’-এ শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান, টালিউডের পায়েল সরকার। চলতি বছর পবিত্র ঈদুল আজহায় প্রথমবার ‘দরদ’ ছবির টিজার প্রকাশ করা হয়। ট্রেলার মুক্তির পর সাইকো-থ্রিলার ছবিতে শাকিবের লুক দেখে নড়েচড়ে বসেন তার ভক্তরা। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2