রাফী-শাকিব জুটির দ্বিতীয় কিস্তি ‘তাণ্ডব’

ফাইল ছবি
গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব ও রায়হান রাফী জুটির প্রথম সিনেমা ‘তুফান’। যা দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় আগামী ঈদেও আসছে এই জুটির নতুন সিনেমা।
জানা যায়, আগামী ঈদুল আজহায় রায়হান রাফী শাকিব খানকে নিয়ে নির্মাণ করবে ‘তাণ্ডব’ নামে একটি সিনেমা। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে।
খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘তাণ্ডব’ নামে নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে। সিনেমাটি নির্মাণ করবেন রাফী।
আরও জানা গেছে, অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’ প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। ধারণা করা হচ্ছে নতুন এই সিনেমাটা ‘তুফান’র দ্বিতীয় কিস্তি। তবে এ নিয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনও ব্যক্তব্য পাওয়া যায়নি।
বিভি/জোহা
মন্তব্য করুন: