১০ বছরের ছোট ধনী ব্যবসায়ীকে বিয়ে করছেন কৃতি!

অনেকদিন ধরেই কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে দেখা যাচ্ছিল বলিউড নায়িকা কৃতি শ্যাননকে। অভিনেত্রীর চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও গুঞ্জন উঠেছিল প্রেমের। এবার সেই প্রেমের গুঞ্জনে সিলমোহর বসতে চলেছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এমন খবরই ভেসে বেড়াচ্ছে নেটপাড়ায়।
এখন পর্যন্ত প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউই। কিন্তু নেট দুনিয়ায় তাদের প্রকাশ করা একান্ত মুহূর্তগুলো ভক্তদের চোখ এড়ায়নি। গত বছরের পুরোটাজুড়েই তাদের একসঙ্গে দেখা গিয়েছে। ভক্তমহলে কম আলোচনা হয়নি এ নিয়ে। যুবকের পরিচয়টা সকলের সামনে আছে বছরের শেষের দিকে।
এই যুবকের নাম কবীর বাহিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যার অঢেল সম্পদ।
চলতি বছরের শুরুতেই কৃতি কবীর বাহিয়াকে নিয়ে দিল্লি গিয়েছিলেন। ঘনিষ্ঠ মহলের দাবি, সেখানে বাবা-মায়ের সঙ্গে কবীরের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিয়েছেন কৃতি। হয়ত বিয়ের জন্যই তাদের এই সাক্ষাৎ। বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, ২০২৫-এর মধ্যেই দু হাত এক হতে পারে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বিভি/টিটি
মন্তব্য করুন: