• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘আলী’

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘আলী’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। 

পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে পাম দি’অর বা স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের ‘আলী’। আর সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। 

‘আলী’ সিনেমাটির প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ’রানআউট ফিল্মস’।

বিষয়টি নিয়ে প্রযোজক তানভীর হোসেন বলেন, স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ–নবীন বড়–অভিজ্ঞ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা বলেই মনে করি। এই জায়গা করে নেয়ার মাধ্যমে আমরা বলতে চাই, আমরাও বিশ্ব মানের কাজ করি।

নিয়মের কারণে আলী’ সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে নারাজ নির্মাতা আদনান আল রাজীব। জানালেন ২০২৪ এর নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2