বেঁচে থাকলে মেয়ের গ্রাজুয়েশন দেখে যেতে চাই: আসিফ আকবর

আসিফ ও তার মেয়ে
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন। এবার মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
সোমবার (৫ মে) আসিফ আকবারের একমাত্র মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন। মেয়ের জন্মদিনে দেওয়া ওই পোস্টে দেখা গেছে বাবার বুকে মাথা রেখে নিশ্চিতে আপলক দৃষ্টিতে তাকিয়ে। অন্য একটা ছবিতে হলুদ রঙের ফুটফুটে জামা, ছোট আইদাহ্‘র মাথায় হলুদ রঙের বেন্ড। তার কপালে মায়ায় ভরা আদরে কপালে চুমু এঁকে দিচ্ছেন সংগীতশিল্পী।
মেয়ের জন্মদিনে আসিফ লেখেন, আজ আমাদের মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে আইদাহ্ এখন চার বছরে। আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ্। হাসিখুশী মেয়েটা আমার জিদ্দিও যথেষ্ট।
মেয়েকে ঘিরে অনেক স্বপ্ন বুনছেন তিনি। মেয়েকে পাইলট বানাতে চান এমনকি জীবদ্দশায় মেয়ের গ্রাজুয়েশন দেখে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। কণ্ঠশিল্পীর ভাষ্য, নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার খুব শখ আইদাহ্ বড় হয়ে একদিন ফাইটার প্লেন (যুদ্ধবিমান) চালাবে। সেই লক্ষ্যে যা যা করণীয়, বাবা হিসাবে সব করব ইনশাআল্লাহ। তার জীবনের শিক্ষা এবং গতিপ্রকৃতি নিয়ে ভবিষ্যতের পরিকল্পনায় আছি। বেঁচে থাকলে ওর গ্রাজুয়েশন দেখে যেতে চাই, বাকী আল্লাহ মালিক জানেন।
জানা যায়, কনসার্টের জন্য বর্তমানে দক্ষিণ কোরিয়ায় থাকায় মেয়ের জন্মদিনে পাশে থাকতে পারছেন না আসিফ।
বিভি/জোহা
মন্তব্য করুন: