• NEWS PORTAL

  • সোমবার, ২৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হানিমুনেও নাকি মাকে নিয়া যাইতে হয়: প্রভা

প্রকাশিত: ১৫:৩৭, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
হানিমুনেও নাকি মাকে নিয়া যাইতে হয়: প্রভা

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!

প্রভার এমন পোস্ট দেখে ভক্তদের বুঝতে বাকি নেই, অভিনেত্রী কার দিকে আঙুল তুলেছেন। তিনি যে পরোক্ষভাবে র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার মায়ের দিকেই আঙুল তুলেছেন সেটা স্পষ্ট।  

র‍্যাবের এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহা একে অন্যের দিকে আঙুল তুলে দোষারোপ করছেন। এ ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা। 

যেখানে সুস্মিতা দাবি করে বলেন, ওর (পলাশ সাহা) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খেত বলে আমার শাশুড়ি আমার রান্নাবান্না করা বন্ধ করে দিলো। আমার শাশুড়ির পরিকল্পনা ছিলো ছেলে বিয়ে করবে, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় র‍্যাব কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা ‘আত্মহত্যা’ করেন।  গত ৭ মে সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৭ এর নগরীর বহদ্দারহাট ক্যাম্পে নিজ অফিস কক্ষে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

বিভি/জোহা

মন্তব্য করুন: