অ্যাওয়ার্ড বাণিজ্য ও সিন্ডিকেট নিয়ে সরব হলেন যাহের আলভী

যাহের আলভী
ছোট পর্দার জনপ্রিয় মুখ যাহের আলভী। নিয়মিত কাজ করছেন তিনি নাটক ও বিজ্ঞাপনে। বর্তমানে এই অভিনেতা আসন্ন ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরাই মাঝে তিনি সবর হলেন বিভিন্ন সময় অনুষ্ঠিত বিনোদনধর্মী অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে।
মঙ্গলবার ( ২০ মে) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন যাহের আলভী। সেখানে তিনি অ্যাওয়ার্ডের নামে নানা অনিয়ম ও সিন্ডিকেটের কথা উল্লেখ করেন।
আলভীর দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘অ্যাওয়ার্ডনামা
যাবতিয় যত অ্যাওয়ার্ড দেখি, প্রথম থেকে শেষ সব স্তরের অ্যাওয়ার্ডে একটা জিনিস আমার মাথায় ধরেনা। এই পুরস্কারগুলো সিলেক্ট করে কারা, এগুলোর জুরি বোর্ডের মেম্বার কারা, যে দর্শকগুলো ভোট করে এরা কারা, প্রোগ্রামগুলো আয়োজন করে কারা, অ্যাওয়ার্ডগুলো নেয় কারা?
কাউরেই চিনিনা, আবার যাদেরকে চিনি এসব দেখার পর আর চিনতেও চাইনা। এত এত কাজ করি, কোটি কোটি মানুষ দেখে, প্রায় ৩০০ নাটক মিলিয়ন মাইলফলক হতে চলেছে যেটা এই দেশের নাটক ইন্ডাস্ট্রীতে বিরল। একটা কাজও কি ভালো নাহ? একটা কাজও কি এই অ্যাওয়ার্ড সংশ্লিষ্ট মানুষদের হৃদয় স্পর্শ করেনা, একটা কাজেও কি আলভী ভালো অভিনয় করে নাই? আচ্ছা আলভীর কথা বাদ, অনেক ভালো কাজের নির্মাতা আছে আমার কাজগুলোর, কোনও নির্মাতাই কি এসব অ্যাওয়ার্ড লেভেলের কাজ বানাতে পারেনি?
উত্তরগুলো পাইনা।
পরে হঠাৎ কিছু অ্যাওয়ার্ডধারীদের পরিচয় এবং সংশ্লিষ্ট কাজ দেখে বুঝলাম, পুরো সিন্ডিকেটের সাথে জড়িত এরা আসলে কোনও শৈল্পিক গুন সম্পন্ন মানুষ না। এরা ফেসবুকের বটের মত। পুরোটাই কোডিং।আমরা আমরাইতো। এবং এমনও কেস দেখলাম যে অ্যাওয়ার্ড প্রাপ্ত হিরো বা হিরোইন যে কাজের জন্য সে অ্যাওয়ার্ড পেল, স্বয়ং তারই এর চেয়ে আরো ভাল কাজ আছে।
বুঝতে বাকি নাই যে এগুলো সব ফাঁকি এবং ফেক, ব্যাবসা, ধান্দা। অ্যাওয়ার্ড জিনিসটাকে একদম ভেলকা করে দিলেন আপনারা। কাটাবন থেকে যে খুব সহজেই এসব অ্যাওয়ার্ড সংগ্রহ করা যায়, সেটা বুঝিয়ে দিলেন আপনারা ।
এখন অনেকে বলবে, আংগুর ফল টক। তাদেরকে বলবো , যাহের আলভী ছোট থেকে চিত্রকর্ম আর সংগীতের জন্য যে অ্যাওয়ার্ড পেয়েছে তা দিয়ে একটা ছোট খাট একটা অ্যাওয়ার্ডের দোকান দেয়া যাবে। অভিনয়ের জন্য না পেলেও চলবে। অফিশিয়াল-আন অফিশিয়াল ২-৩ কোটি ভক্ততো আছেই , এরাই আমার অ্যাওয়ার্ড। খারাপ লাগে পুরো সিস্টেমের জন্য। কতটা বিবেকহীন, রুচিহীন, দুর্নিতীগ্রস্ত এই অ্যাওয়ার্ড সেক্টর।
বিশেষ দ্রষ্টব্য: শতকরা ৫ ভাগ অ্যাওয়ার্ড আবার যোগ্য হাতেই তুলে দেয়া হ , যেটা অবশ্য এসব অ্যাওয়ার্ড শো এর সাইনবোর্ড হিসেবে কাজ করে ।
--বাণিতে যাহের আলভী’
বিভি/জোহা
মন্তব্য করুন: