• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রিয়েলিটি শো’র বিচারক হলেন নির্মাতা মো. ফাহাদ 

প্রকাশিত: ২১:০৮, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রিয়েলিটি শো’র বিচারক হলেন নির্মাতা মো. ফাহাদ 

এবার রিয়েলিটি শো ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি’-এর বিচারক হলেন নির্মাতা মো. ফাহাদ। বিবাহিত ও অবিবাহিত স্থুলকায় নারীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো’ (সিজন-২) এর গালা রাউন্ড গত ১১ জুলাই অনুষ্ঠিত হয়। 

স্টার মাল্ডিমিডিয়ার তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো এটি আয়োজন করা হয়। এটি শুধুমাত্র একটি সুন্দরী প্রতিযোগিতাই নয়, স্থুলকায় নারীদের স্বাস্থ্য-সচেতনতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটানোরও একটি মাধ্যম। 

মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো (সিজন-২) এর সেরা বিজয়ী হলেন- অনন্যা খান, প্রথম রানারআপ লাকী চন্দ, দ্বিতীয় রানারআপ মাফিয়া বর্ষা।  

রিয়েলিটি শো-টি দীর্ঘদিন ধরে হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর ৭০জন প্রতিযোগিকে ফাইনাল করা হয়। এদেরকে নিয়ে বিভিন্ন গ্রুমিং-এর মাধ্যমে অভিনয়, র‌্যাম্প শো, উচ্চারণ, নৃত্য শিখানোসহ যাবতীয় ট্রেনাপ করে সেখান থেকে বিভিন্ন রাউন্ড শেষে সেরা ১০-জনকে গালা রাউন্ডের জন্য মনোনীত করা হয়। আর এই ১০জন থেকে গালা রাউন্ডে বিজ্ঞ-বিচারকগণ পারফর্মেন্স-এর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি বিবেচনায় নিয়ে সেরা ৩জন নির্বাচিত করেছেন। 

পরিচালক মো. ফাহাদ বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনে নতুনদের সুযোগ করে দেয়ার জন্য আয়োজনটি দারুণ কার্যকর। যেই প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। সাধারণত স্থুলকা হলে আমাদের সমাজে বাঁকা চোখে দেখা হয়, সেই জায়গা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরাতে এই আয়োজনটি অধিকন্তু ফলপ্রসু হবে।’ 

স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান প্রতিযোগী, বিচারক ও মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শে আজ দ্বিতীয়বারের মতো এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হলো। সমাজ সচেতনতায় আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে বিজ্ঞ-বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- মো. ফাহাদ, চিত্রনায়িকা আঁচল আঁখি, নাট্যকার রাজীব মণি দাস, ফ্যাশন ডিজাইনার রুমি করিম, ড্যান্স কোরিওগ্রাফার ইউসুফ খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীগণ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2