কেমন ছিল পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমিরের বাংলাদেশ সফর?

হানিয়া আমিরের বাংলাদেশ সফর সম্প্রতি বেশ আলোচনায় ছিল। সানসিল্ক বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই সফরে তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন।
সেখানে হানিয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে কথা বলেন, যা সবাইকে বেশ অনুপ্রাণিত করে। অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য, যেখানে উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়ার ছোঁয়া স্পষ্ট ছিল।
সফর শেষে হানিয়া আমির গতরাতে বাংলাদেশ ত্যাগ করেছেন, তবে তার এই ভিজিটের স্মৃতি ও প্রভাব এখনও রয়ে গেছে আলোচনায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা।
বিভি/এজেড
মন্তব্য করুন: