• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বড় সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ

প্রকাশিত: ১৭:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বড় সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ

কয়েক বছর আগে বেশ জমকালো আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হন বলিউডের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এর কয়েক মাস পর থেকেই এ পর্যন্ত বিভিন্ন সময় তাদের মা-বাবা হওয়ার খবর রটেছে। কিন্তু তা নিয়ে কখনো তাদের মন্তব্য দেখা যায়নি।

সম্প্রতি এ দম্পতির সংসারে নতুন অতিথি আগমনের খবর ছড়ায়। যা নিয়ে ব্যাপক আলোচনা ও চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এ অবস্থায় বিষয়টি তারকা জুটি নিশ্চিত করে জানালেন, মা-বাবা হতে যাচ্ছেন তারা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টে অন্তঃসত্ত্বার খবর জানিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তারা নিজেদের আন্তরিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে এবং সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভিনেতা।

পোস্টটির ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরপুর হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে আমরা।’ আর তাদের এই ঘোষণা দৃষ্টি কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাইতো মন্তব্যের ঘরে প্রিয় তারকা জুটিকে শুভ কামনা জানাচ্ছেন তারা।

এর আগে সন্তান আগমনের গুজব রটার পর লাইমলাইট থেকে বেশ দূরে ছিলেন ক্যাটরিনা কাইফ। বলা যায় তারপর থেকে অন্তরালেই থাকছেন তিনি। আর প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। একজন আদর্শ মা হতে চান এ অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2