• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের নামে প্রতারণা মামলা

প্রকাশিত: ২৩:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের নামে প্রতারণা মামলা

এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে ‘অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার’ অভিযোগে মামলা করেছেন আরেক পোশাক ব্যবসায়ী।

রাব্বি টেক্সটাইল নামের একটি রফতানিমুখী পোশাক কারখানার সত্ত্বাধিকারী ইলিয়াস মিয়া গত ২০ অগাস্ট সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন: এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। এবি অ্যাপারেলস অনন্ত জলিলেরই আরেকটি কোম্পানি বলে বাদীর ভাষ্য।

তাদের মধ্যে মুনির ও আকরাম ঢাকার বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলে তাদের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান জানান।

মামলার অভিযোগে বলা হয়, আকরাম, মুনির এবং কামরুল বিভিন্ন সময়ে বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে কাপড় নিয়েছেন। বুকিংয়ের মাধ্যমে ২০১৯ সালের ৪ অগাস্ট তারা ২০ হাজার গজ কাপড় ডেলিভারি নেন। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলসি না খুলে ‘টালবাহানা’ করতে থাকেন।

এ অবস্থায় রাব্বি টেক্সটাইলের মার্কেটিং অফিসার নাজিম মৃধা এবং সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইমদাদ রাসেলের কাছ থেকে ডেলিভারির মূল চালান এম এ জলিলের নির্দেশে অডিটর আব্দুর রহিম জোর করে রেখে দেয়। পরবর্তীতে চালানের মূল কপিগুলো চাইতে গেলে অডিটর আব্দুর রহিম নানা রকম টালবাহানা করে দিতে অস্বীকৃতি জানায়।

রাব্বি টেক্সটাইলের মার্কেটিংয়ের লোকজন একাধিকবার বিভিন্ন সময় গেলে নানা অজুহাতে অফিসে ঢুকতে বাধা প্রদান করে, মেরে ফেলার হুমকি দেয়। ডেলিভারি করা ২০ হাজার গজ কাপড়ের মূল্য ৮ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ১০ লাখ টাকা।

ওই টাকা আসামিদের কাছে পাওনা বলে মামলায় দাবি করেছেন ইলিয়াস মিয়া। তবে অভিযোগের বিষয়ে অনন্ত জলিলের বক্তব্য জানা যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2