• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফেরার আগে বাংলাদেশকে নিয়ে আবেগঘন পোস্ট হানিয়া আমিরের  

প্রকাশিত: ২১:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফেরার আগে বাংলাদেশকে নিয়ে আবেগঘন পোস্ট হানিয়া আমিরের  

প্রথমবারের মতো বাংলাদেশে এসে সাড়া ফেলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশেও এ অভিনেত্রীর ভক্ত অসংখ্য। ঢাকায় এসে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে খেয়েছেন বাংলাদেশি খাবারও। তার বিভিন্ন ছবি আর ভিডিওতে সরগরম ছিল নেটদুনিয়া। নিজ দেশে ফেরার আগে ফেসবুকে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছেন হানিয়া।   

পাকিস্তানে ফেরার আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৭ মিনিটে হানিয়া তার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত ও জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।”

হানিয়া ঢাকায় আসার সুযোগটি পেয়েছিলেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে। দেশে উপস্থিতি সীমিত সময়ের হলেও, অনুরাগীদের সঙ্গে তার দেখা এবং বাংলাদেশের নানান অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2