• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

পাশে নেই মিথিলা, পূজায় বান্ধবীর সঙ্গে ঘুরছেন সৃজিত  

প্রকাশিত: ১৫:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পাশে নেই মিথিলা, পূজায় বান্ধবীর সঙ্গে ঘুরছেন সৃজিত  

পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। নেটিজেনদের থেকে শুরু করে টলিপাড়ায় এ নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে গুঞ্জনের মাঝে দুর্গাপূজার আনন্দ আর উৎসবের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সপ্তমীতে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন এই পরিচালক। 

শেয়ার করা ছবিতে ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে দেখা যায় এই জুটিকে। বিভিন্নভাবে ক্যামেরাবন্দী হয়েছেন তারা। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এ পরিচালক লিখেছেন, ‘শুভ সপ্তমী’।

এসব ছবি নিয়েও নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে ধোয়াশা কাটিয়ে প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা কেউ কোনো কথা বলেননি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2