বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা আ খ ম হাসান

১৩তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাট্যজগতে বিশেষ অবদান স্বরূপ তাকে শ্রেষ্ঠ নাট্য অভিনেতার সম্মাননা দেওয়া হয়।
এ সময় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অভিনেত্রী দিলারা জামান, নাট্যকার রাজীব মণি দাস।
পুরস্কার পেয়ে অভিভূত এবং তার অনুভূতি জানিয়ে বলেন- সাধারণ দৃষ্টিতে সবাই মানুষ, কিন্তু কর্মগুণে মানুষের পরিচয় পরিস্ফুটিত হয়। আর সেই কর্মফলের স্বীকৃতি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পুরস্কারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি ও উপস্থিত সকলকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শামীম জামান, সকাল আহমেদ, বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন অসুসহ- সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।
বিভি/এসজি
মন্তব্য করুন: