• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রতিশ্রুতি দিলেন দক্ষিণী তারকা সামান্থা 

প্রকাশিত: ১৯:৫১, ৯ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
প্রতিশ্রুতি দিলেন দক্ষিণী তারকা সামান্থা 

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ৮ অক্টোবর নিজের ভ্যারিফায়েড ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে সামান্থা বিবাহ বহির্ভূত সম্পর্ক, কখনো সন্তান না নিতে চাওয়া আর গর্ভপাতের বিষয়গুলো নিয়ে খোলামেলা জবাব দিয়ে জানান, মূলত তাঁর উপর ব্যক্তিগত আক্রমণের উদ্দেশে অপপ্রচার চালানো হয়েছে। এতে তিনি ভেঙে পড়বেন না।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বলেন, আমার ব্যক্তিগত সংকটে আপনাদের সহমর্মিতা আমাকে অভিভূত করেছে। আমার প্রতি গভীর সহানুভূতি ও উদ্বেগের জন্য এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার আর গালগল্পের জবাব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তাদের দাবি আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো, আমি কখনো সন্তান নিতে চাইনি, আমি একজন সুবিধাবাদী এবং আমি সম্প্রতি গর্ভপাত করেছি। 

তিনি আরও বলেন, ডিভোর্স ভীষণ বেদনাদায়ক একটি প্রক্রিয়া। সামলে নেওয়ার জন্য আমাকে সময় দিন। আমার উপর ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তবে এসবের কারণে আমি ভেঙে পড়বো না, সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। 

এরআগে সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য সম্প্রতি যৌথভাবে এক বিবৃতির মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেছেন। বিচ্ছেদ ঘোষণার পর এই প্রথমবারের মতো এ নিয়ে মুখ খুললেন সামান্থা।
 
বিয়ের চারবছর পর যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিবৃতিতে বলেন, অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।

 

বিভি/রিসি 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2