• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভূস্বর্গ কাশ্মীরে কার বুকে মাথা রাখলেন শ্রাবন্তী?

প্রকাশিত: ১৫:৩৩, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ভূস্বর্গ কাশ্মীরে কার বুকে মাথা রাখলেন শ্রাবন্তী?

কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এখানকার নৈস্বর্গিক পরিবেশ যে কাউকেই আকৃষ্ট করবে। এমনিই এক পরিবেশে একজনের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে শ্রাবন্তী। নেটিজেনদের প্রশ্ন কার বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে শ্রাবন্তী। এমনতেই সম্প্রতি শ্রাবন্তীর চতুর্থ প্রেমিকের পরিচয় সামনে এসেছে।

জানা গেছে, ভূস্বর্গে যার বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন শ্রাবন্তী তার নাম ওম সাহানি। ‘ভয় পেয়ো না’ ছবির একটি গানের দৃশ্যের ছবি এটি। বেশ কিছুদিন আগেই এর সংলাপ অংশের শুটিং শেষ হয়েছে। এখন চলছে গানের চিত্রায়ন।

শ্যুটিং এর সময় ওম-শ্রাবন্তীর রসায়ন ক্যামেরাবন্দি করছেন নির্মাতা অয়ন দে, আর স্থিরচিত্রের ফ্রেমে আটকেছেন ওমের স্ত্রী মিমি দত্ত। ‘আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। অপেক্ষা সইছে না আর।’ ক্যাপশনে ওম সাহানি নিজেই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: