ঈদে ‘পাপ-পুণ্য’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘পাপ-পুণ্য’। বৃহসপতিবার (২৪ মার্চ) নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন তিনি। কোভিডের কারনে সিনেমা মুক্তি দেরি হলেও ঈদুল ফিতরেই দর্শকের অপেক্ষা শেষ হচ্ছে।
পাঠকের জন্য তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
‘আয়নাবাজি’ সিনেমার ব্যাপক সাফলযের পর খুবই শংকিত এবং দ্বিধান্বিত ছিলাম এই ভেবে যে, একই সিনেমায় ছয়টি চরিত্রে অভিনয়ের পর নতুন কোন সিনেমায় কোন চরিত্রে অভিনয় করবো? এটা ছিল আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ……
যাই হোক তারপর হুমায়ূন আহমেদের ‘দেবী’ সিনেমায় মিসির আলী চরিত্রে সাধ্যমত চেষ্টা করলাম। ‘দেবী’ সিনেমাটিও দেশে বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে, ঐ বছরের ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম ওঠালো। তারপর আবার আমার প্রতীক্ষার পালা শুরু হলো…..
শেষ পর্যন্ত ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ডাক পেলাম তার সাথে দ্বিতীয়বার সিনেমায় কাজ করবার। সিনেমার নাম “পাপ-পুণ্য”, চরিত্রের নাম ‘খোরশেদ’, এলাকার সৎ চেয়ারম্যান। আবার শুরু করলাম নিজেকে ‘খোরশেদ চেয়ারম্যান’ চরিত্রে গড়ে তোলার যুদ্ধ। “পাপ-পুণ্য” সিনেমার কাজ শেষ হলেও কোভিডের কারনে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে অনেক প্রতীক্ষার পর….এই ঈদে ‘পাপ-পুণ্য’ আসছে সিনেমা হলে।
আমার সিনেমায় অভিনয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি শতভাগ। যে বিশ্বাস আর আস্হা নিয়ে আপনারা সিনেমা হলে আমার অভিনীত ছবি দেখতে আসেন, তার মূল কারিগর আমার নির্মাতাগণ…..ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার সকল সিনেমার নির্মাতাকে।
“পাপ-পুণ্য” সিনেমাটির প্রযোজনা করেছে ‘চ্যানেল আই ইমপ্রেস লি:’
কৃতজ্ঞতা তাঁদের প্রতি….
কৃতজ্ঞতা আমার সহশিল্পী এবং কলাকুশলীদের প্রতি….
বিভি/ এসআই
মন্তব্য করুন: