• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মায়ের বান্ধবীর সঙ্গেও প্রেম করেছিলেন রণবীর 

প্রকাশিত: ১৯:৩২, ৯ মে ২০২২

আপডেট: ১৯:৪৪, ৯ মে ২০২২

ফন্ট সাইজ
মায়ের বান্ধবীর সঙ্গেও প্রেম করেছিলেন রণবীর 

ক্যাটরিনা, দীপিকা, নার্গিস ফাখরি ও সোনমের কাপুরের মতো হালের সেনশেসনদের নিজের প্রেমের মজিয়ে চুটিয়ে প্রেম করেছেন লেডি কিলার রণবীর কাপুর। এসব অতীতকে পেছনে ফেলে রনবীর এখন ভাটের ঘর সামলাতে ব্যস্ত। 

‘কফি উইথ করণ ‘ নামে একটি শোতে ২০১৬ সালে এসেছিলেন রণবীর কাপুর। সেই শোতে রণবীর সিংও উপস্থিত ছিলেন। এই শোয়ের মূল উপজীব্যই হলো খোলামেলা আলোচনা। এই আলোচনায় বেশ মজেছিলেন দু’জন । তাতেই বের হয়ে আসে রণবীর কাপুরের যৌন জীবনের রসালো সব গল্প।

রসালো সেই আড্ডা শুরু হয় পর্ন আলোচনায়। সিং ও কাপুর দুজনেই বেশ মজেন আলোচনায়। উভয়েই পর্ন দেখার ক্ষতিকর দিক নিয়ে কথা বলেন। রণবীর কাপুর বলেন, ‘পর্ন সবসময় উপভোগ্য নয়। মাঝে মাঝে এটি খুব ভয়ানক হয়ে থাকে। হিংস্র ধরণের হয়।’

এটা শুনে কাপুরের সঙ্গে ঠাট্টায় মেতে ওঠেন সিং। তিনি হাসতে হাসতে বলেন, ‘ভাই,আমার মনে হয় তুমি ভুলভাল পর্ন দেখ। যাইহোক, শেষ কবে এসব দেখেছ তুমি?’

এমন প্রশ্নের উত্তরে পর্দার রকস্টার সবাইকে অবাক করে দিয়ে জানান, গতকালও তিনি নীলছবি দেখেছেন। এমন উত্তর শুনে দীপিকার স্বামীও কম যাননি। তিনি রণবীর কাপুরকে উদ্দেশ্য করে বলেন, ‘ভাই রে এজন্যই তুই টিকে আছিস। এটা ধরে রাখিস। ভুলেও এর অসম্মান করিস না তুই।’

খোলামেলা আলোচনায় রণবীর কাপুর বলেন, সিনেমার সেট থেকে শুরু করে বিমানেও সঙ্গম করেছেন তিনি। সম্পর্ক করেছেন নিজের থেকে বয়সে বড় নারীর সঙ্গেও। মায়ের বন্ধুর সঙ্গেও তার ছিল প্রেমের সম্পর্ক ছিল বলে জানান রণবীর কাপুর। 

নতুন খবর হলো, ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, সেই শোতে আবার ও হাজির করা হবে রণবীর কাপুরকে, থাকবেন আলিয়া ভাটও। বউকে সাথে রেখে কতটা খোলামেলা কথা বলতে পারেন সেটা দেখার অপেক্ষায় দর্শক। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2