• NEWS PORTAL

  • সোমবার, ২৮ নভেম্বর ২০২২

জেনে নিন পরীর অনাগত সন্তানের নাম 

প্রকাশিত: ১৪:০২, ১০ মে ২০২২

আপডেট: ১৪:০৪, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
জেনে নিন পরীর অনাগত সন্তানের নাম 

আদালত চত্বর, জেল, প্রেস ব্রিফিং সব মিলিয়েই গত বছরের শেষদিকটায় জীবনে ঝড় বয়ে গেছে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনির। ফলে অভিনয়েও ছিলেন অনিয়মিত। 

তবে এসব ঝুঁক্কিঝামেলা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক জী্বনে ফিরেছেন পরী। সাম্প্রতিক সময়ের বিভিন্ন কর্মকান্ডই তার বাস্তব প্রমাণ। মা দিবসে কক্সবাজার সমুদ্র পাড় থেকে বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যম পোস্ট করেছেন পরী। স্বামী রাজের সাথে সমুদ্রের পাড়ে চুম্বনরত ছবিও ঘুরছে নেট মাধ্যমে। 

পরীমনির মা হওয়ায় সময় ঘনিয়ে আসছে। অনাগত সন্তানের নাম কি হবে তা জানতে মুখিয়ে আছে ভক্ত- অনুরাগীরা। ঘনিষ্ট সুত্রে জানা গেছে, পরীর অনাগত সন্তান ছেলে না মেয়ে তা জানেন না পরী ও রাজ। তাদের সন্তানকে সারপ্রাইজ হিসেবেই দেখছেন এ দম্পতি। জানা গেছে, ছেলে হলে নাম রাখা হবে রাজ্য আর মেয়ে হলে নাম রাখা হবে রানী। রাজ্য রানীতেই বিভোর থাকতে চান পরী-রাজ দম্পতি। 
গত বছর বোট ক্লাব কান্ড থেকে নতুন করে আলোচনায় আসেন পরী মনি। তাঁকে মারধর ও যৌন নির্যাতনের ঘটনায় সারাদেশে তোলপাড় হয়। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন: