• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কমেডিয়ান হিসেবে ফিরছেন ‘মি. বিন’, তবে এবার নেটফ্লিক্সে (ভিডিও)

প্রকাশিত: ১০:৫৭, ২৮ মে ২০২২

আপডেট: ১০:৫৮, ২৮ মে ২০২২

ফন্ট সাইজ
কমেডিয়ান হিসেবে ফিরছেন ‘মি. বিন’, তবে এবার নেটফ্লিক্সে (ভিডিও)

কোনো কথা না বলে শুধু অভিনয়ের মাধ্যমে বিশ্বকে আনন্দ উপহার দিয়েছেন টানা কয়েক বছর। নব্বই দশকজুড়ে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তার জনপ্রিয় শো মি. বিন এর মাধ্যমে দুনিয়াজোড়া খ্যাতি পান রোয়ান অ্যাটকিনসন। দীর্ঘদিন অভিনয়ে না থাকা রোয়ান আবারও ফিরছেন কমেডিয়ান হিসেবে।

জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের 'ম্যান ভার্সাস বী'-তে দেখা যাবে রোয়ান অ্যাটকিনসনকে। ভক্তদের অপেক্ষার পালা শেষ করে মুক্তি পেয়েছে শো এর ট্রেইলার। স্ল্যাপস্টিক শ্রেণীর এই শো-তে নতুন একটি চরিত্রে থাকছেন খ্যাতনামা এই কমেডিয়ান। ম্যান ভার্সাস বী এর প্রিমিয়ারের তারিখ নির্ধারণ করা হয়েছে এবছরের ২৪ জুন। 

স্ল্যাপস্টিক এমন একটি হাস্যরসাত্বক ধরনের ছবি যেখানে সাধারণের চাইতে একটু বেশিই মজাদার নানা অঙ্গভঙ্গির দেখিয়ে দর্শকদের বিনোদন দেওয়া হয়। আর এক্ষেত্রে সবার প্রিয় মি. বিন এর চাইতে ভালো আর কে ই বা হতে পারে! 

নতুন শো-টি যদি মি. বিনের জনপ্রিয়তার ধারেকাছে যেতে পারে তাহলে বলাই বাহুল্য, এর ব্যবসায়িক সাফল্যও কেউ ঠেকাতে পারবে না।

তবে এর বাইরেও এই ইংরেজ কমেডিয়ান বিভিন্ন চলচ্চিত্র ও ফ্র্যাঞ্চাইজিতে হাজির হয়েছেন। ব্ল্যাকেডের ও জনি- এর মতো প্রজেক্টে নিজের প্রতিভা ও দক্ষতার পরিচয় দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন।

ট্রেইলারে দেখা গেছে, রোয়ান অ্যাটকিনসন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি, কারণ তার বিরুদ্ধে আছে একাধিক অভিযোগ। কিন্তু তিনি নিজে এর জন্য দায়ী করেছেন সামান্য একটা মৌমাছিকে! কি করেছে সেই মৌমাছি, এটা নিয়ে এগিয়ে যাবে কমেডি সিরিজ ম্যান ভার্সেস বি।

বিভি/এজেড

মন্তব্য করুন: