• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যৌন হয়রানির দায়ে অস্কারজয়ী পরিচালক গ্রেপ্তার

প্রকাশিত: ২০:১১, ২০ জুন ২০২২

আপডেট: ২০:২১, ২০ জুন ২০২২

ফন্ট সাইজ
যৌন হয়রানির দায়ে অস্কারজয়ী পরিচালক গ্রেপ্তার

এক নারীকে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগে অস্কারজয়ী কানাডিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার পল হাগিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ ইতালির একটি শহর থেকে তাকে আটক করা হয়।

ইতালীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানায় হিন্দুস্তান টাইমস।  সেখানে বলা হয়েছে একজন বিদেশী (ইতালির নাগরিক নন) নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগের তদন্তের জন্য রবিবার পল হ্যাগিসকে আটক করা হয়েছে।

পল হাগিসের ইতালীয় আইনজীবী মিশেল লাফোরজিয়া জানিয়েছেন, হাগিস তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ অস্বীকার করেছেন ।

৬৯ বছর বয়সী এই নির্মাতা মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া একটি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য দক্ষিণ ইতালির পুগলিয়ার পর্যটন শহর ওস্তুনিতে অবস্থান করছিলেন।

ইতালির বৃন্দিসি পুলিশ সূত্র জানায়, যৌন হয়রানির শিকার সেই তরুণীরও চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসা নিতে হয়েছে।

পল হাগিসের পরিচালনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল একাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক ছবি ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি।

আরও পড়ুন:

বিভি/জোহা

মন্তব্য করুন: